ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হবে ১০ লেন : সচিব
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত হবে। এতে ১২ লেনের সুবিধা পাওয়া যাবে৷ মহাসড়কের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কুমিল্লায় ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভায় এ কথা বলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মো মুশফিকুর রহমামানের সভাপতিত্বে সভায় মহাসড়কে নিরাপদ ঈদ যাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। ঈদ যাত্রা যানজটমুক্ত, নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথাও জানান সচিব।
আগামী ৪এপ্রিল থেকে ঈদ পরবর্তী তিন দিন পর্যন্ত মহাসড়কে সব ধরনের নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ থাকবে। খাদ্য ও ঔষধবাহী ট্রাক ছাড়া পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে। প্রশাসন, পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারাসহ অন্যানরা মহাসড়ক সচল রাখতে কাজ করবে। মহাসড়ক যানজটমুক্ত রাখতে বাজারগুলোতে টিম কাজ করবে। এ টিম দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধারে ক্রেনসহ যাত্রী ও চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করবে।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মাইনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল, বিআরটিসির পরিচালক ড. অনুপম সাহাসহ সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।