দুর্নীতির মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল কারাগারে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/04/30/ddhaakaa_mhaangr_daayyraa_jj_aadaalt.jpg)
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
এদিন আদালতে মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আদালতে অহিদুল ইসলাম আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।
নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর দুদকের ঢাকা জেলার সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। মামলার তদন্ত শেষে চলতি বছরের ৯ জানুয়ারি অহিদুল ইসলাম ও তার স্ত্রী পারভীন হোসেন ভূইয়াকে (৪৫) অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
মামলার অভিযোগপত্রে এক কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে।