সুন্দরবনের আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/05/sundor.jpg)
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার ছিলা এলাকায় লাগা আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন কোস্ট গার্ড, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আজ রোববার (৫ মে) সকাল ৯টা থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে হেলিকপ্টারে করে দুপুর সাড়ে ১২টা থেকে পানি ছিটানো শুরু হয়েছে।
গতকাল শনিবার বনে আগুন লাগে। আজ ভোর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতা করতে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনীর দুটি আলাদা দল। সকাল থেকে দুই দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করে বিমানবাহিনী।
এর আগে সকালে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আনোয়ার বলেন, ‘নৌবাহিনীর মোংলা ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার আরফাতুল আরেফিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজ করছে। এ ছাড়াও নৌবাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে রয়েছে। আগুন নেভাতে প্রয়োজনে হেলিকপ্টার দিয়েও পানি ছিটানো হবে।’
ঘটনাস্থলে উপস্থিত মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান গণমাধ্যমকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টা থেকে হেলিকপ্টারে করে পানি দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ সহযোগিতা করছে বন বিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন।