দক্ষিণ মনিপুরে মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প
রাজধানীর দক্ষিণ মনিপুরে বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিনামূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) দক্ষিণ মনিপুর কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক মানুষ বিভিন্ন স্বাস্থ্যসেবা নিয়েছেন।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যসেবাবিষয়ক নানা পরামর্শ ও স্বল্প মাত্রায় ওষুধ বিতরণ করা হয়। এ সময় ডায়াবেটিস, রক্তচাপ, চোখের পরীক্ষা, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টি পরামর্শসহ বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। বয়স্ক ও নারী রোগীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা।
দক্ষিণ মনিপুর কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সব স্তরের মানুষ যাতে সহজেই স্বাস্থ্যসেবা পেতে পারে, সেই লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প খুবই উপকারী। অনেকেই চিকিৎসার খরচের ভয়ে চিকিৎসা নেন না, এখানে এসে আমরা বিনামূল্যে সেবা পেয়েছি।
এই আয়োজনে মেডিকেল টিমের নেতৃত্ব দেন ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের উপপ্রধান মেডিকেল কর্মকর্তা ও কেন্দ্র পরিচালক ডা. মোহাম্মদ আমিমুল হাসান। তার সঙ্গে ছিলেন ডা. জাগিবা কবির চৌধুরী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. মাসুদুর রহমান।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকরা বলেন, আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। লোকজনের সাড়া দেখে আমরা খুবই উচ্ছ্বসিত।
বিনামূল্যের এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দক্ষিণ মনিপুর কল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. মোফতিজুর রহমান বিবেক, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. নান্নান আলী, সেক্রেটারি কাজী লতিফুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. আলতাফুর রহমান। ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এ ধরনের স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।