চার সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেবে আজ
সংস্কারের জন্য গঠিত চারটি কমিশন আজ বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে দেখা করে প্রতিবেদন জমা দেবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক করবেন। এ সময় প্রতিবেদন হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটি তারা বলবেন কী কী পাওয়া গেছে।
প্রেস সচিব আরও বলেন, বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে গণমাধ্যমকে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তবে, আমরা এখনও জানি না কারা আসবেন। ব্রিফিংয়ের সময় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।