বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না শিশু বৃষ্টির
বাড়ি থেকে মায়ের সাথে খালা বাড়িতে বেড়াতে যায় শিশু বৃষ্টি। কথা ছিল বেড়ানো শেষ হলে আবার নিজ বাড়িতে ফিরবে সে। কিন্তু বাড়ি ফেরা হলো না তার।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মোংলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এ শিশু শিক্ষার্থীর। একই সাথে পানিতে ডুবে অসুস্থ আরেক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর মো. আ. রাজ্জাক জানান, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের কামরুল আহসানের পুকুরে বুধবার দুপুরে গোসল করতে যান প্রতিবেশী লিটন বিশ্বাসের শিশু কন্যা লিজা বিশ্বাস (১১) ও লিজার খালাতো বোন বৃষ্টি দাস (১০)। সাঁতার না জানায় দুজনই পুকুরে ডুবে হাবুডুবু খাচ্ছিল। তখন পুকুর পাড়ের অপর এক বাড়িওয়ালি অর্পণা বিশ্বাস তা দেখে ছুটে আসেন। এসে দেখেন একজন হাবুডুবু খাচ্ছেন, আরেকজন পানিতে ভেসে রয়েছেন। প্রথমে হাবুডুবু খেতে থাকা লিজাকে পুকুর থেকে উঠিয়ে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর পানিতে ভাসতে থাকা শিশু বৃষ্টিকে উঠালে তাকে মৃত অবস্থায় পান তিনি।
বৃষ্টি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকার দিনমজুর লাবণ্য দাসের কন্যা এবং বাজুয়ার লাভ বাংলাদেশ বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে গত রোববার (১২ জানুয়ারি) বাজুয়ার নিজেদের বাড়ি থেকে মায়ের সাথে মোংলায় বুড়িরডাঙ্গার কামারডাঙ্গায় খালা বাড়িতে বেড়াতে আসেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।