ঢাবিতে ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা মেঘমল্লার বসুকে ‘লাল সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশে মিলিত হন। বিস্তারিত দেখুন ভিডিওতে।