বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বান্দরবানের আলীকদম উপজেলায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—বাজারপাড়ার বাসিন্দা মিনহাজ (১৮), চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. সৈয়দ আমিন (৪৫) ও মো. বেলাল (৩০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত হন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।