জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
আজ রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে এ শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আবদুস সালাম আজাদসহ অন্যান্যরা।