জামালপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
জামালপুর শহরে যত্রতত্র অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী পৌরসভার উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
সকালে শহরের ফৌজদারি মোড় থেকে জামালপুর পৌর কর্তৃপক্ষ এই অভিযান শুরু করে। শহরের বকুলতলা, সকাল বাজার, তমালতলা, দয়াময়ী মোড়, গেইটপাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা অপসারণ করা হয়।
জামালপুর পৌরসভার সচিব হাফিজুর রহমান জানান, অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদের জন্য নিয়মিতভাবেই এই অভিযান পরিচালনা করা হয়। পৌরবাসী যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং শহরের সৌন্দর্য রক্ষায় এই কার্যক্রম চলছে। আজ এই কার্যক্রম শুরু হলেও ধারবাহিকভাবে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।