বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে জার্মানি : ওলাফ শলৎজ
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, তার সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সর্বাত্মক সমর্থন করবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে জার্মানি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইড লাইনের বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে জার্মান চ্যান্সেলর এ কথা বলেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অন্তর্বর্তী সরকারের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।
ওলাফ শলৎজ অধ্যাপক ইউনূসকে বলেন, ‘আপনি নিশ্চিত থাকতে পারেন, আমরা আপনাকে সমর্থন করব।’ এর আগে প্রধান উপদেষ্টা তাকে (শলৎজ) অন্তর্বর্তী সরকারের সংস্কারের বিষয়ে জানিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ছয়টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। এ প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সবার ঐকমত্যের ভিত্তিতে দেশের সংস্কার করা হবে। ঐকমত্য হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে। এর মাধ্যমে জুলাই ও আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন উত্থানের গণতান্ত্রিক মনোবল বৃদ্ধি পাবে।
দুই নেতা জুলাইয়ে অভ্যুত্থান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলরকে জানান, কীভাবে তরুণরা জুলাইয়ের অভ্যুত্থানে যোগ দিয়েছেন। বাংলাদেশ থেকে বহু-বছরের অপশাসনের অবসান ঘটিয়েছেন।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান ড. ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ডে গিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টায় প্রধান উপদেষ্টা জুরিখে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের জেনেভার রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান।
এর আগে গতকাল সোমবার রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে ঢাকা ছাড়েন ড. ইউনূস। তিনিসহ সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দিনগত রাত ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এই সফরের সময় প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।