সাভারে সরকারি প্রতিষ্ঠান থেকে কর্মচারীর গলা কাটা মরদেহ উদ্ধার
সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে এক সরকারি কর্মচারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাহফুজুর রহমান রাজু। তিনি ওই খামারের পানির পাম্পের অপারেটর ছিলেন।
আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে খামারের ভেতরের সড়কের পাশ থেকে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় কাজ শেষে আর বাসায় ফেরেনি মাহফুজুর রহমান রাজু। স্বজনরা তার মোবাইলে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। বুধবার সকালে খামারের ভেতরের একটি সড়কের পাশে রাজুর গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।