রাজধানীর পান্থপথে বহুতল ভবনে আগুন
রাজধানীর পান্থপথে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় একটি ১৫তলা ভবনের ১০ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৮টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৮টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
লিমা খানম জানান, অগ্নিকাণ্ডে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।