ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির পুনর্মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির পুনর্মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমন্বয়ক জি কে ওমর ফারুক, আশিকুর রহমান, ফুয়াদ খান, আব্দুল আলীম ও ওয়ালি আহমেদ অলি।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি দেওয়া হয়েছে। জেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু এবং মহানগর কমিটির সদস্য সচিব আল নুর আয়াস ও তাদের অনুসারীরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গিয়ে হাঙ্গামা ও বিশৃঙ্খলামূলক কাজে জড়িত। যাদের বিরুদ্ধে পতিত সরকারের দোসর গ্রেপ্তার হওয়ার পর থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা, বিআরটিসি, বিআরটিএ, ডিআইজি ও ইউএনও অফিসে গিয়ে অপকর্মের অভিযোগ রয়েছে—তাদেরও কমিটির সদস্য করা হয়েছে।
বক্তরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ও সক্রিয় অনেক সমন্বয়ক কমিটিতে স্থান পাননি। তাই কমিটি দুটির পুনর্মূল্যায়ন জরুরি।
গতকাল রোববার রাতে ময়মনসিংহ জেলা ও মহানগরে ২৩৫ সদস্যবিশিষ্ট ৪৭০ জনের কমিটি দেওয়া হয়েছে। জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী হোসেন আর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তারেক, সদস্য সচিব আল নুর আয়াস।
কমিটি ঘোষণার পর থেকেই ময়মনসিংহের সমন্বয়করা কিছু সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধিতা শুরু করে।