ধর্ম নয়, যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে : জামায়াত আমির
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/30/jaamaayyaat-aamir-jyypurhaatt.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ধর্মের ভিত্তিতে নয়, দেশ পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে। যৌক্তিক সংস্কার শেষে এ দেশে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন প্রসঙ্গে জামায়াম আমির এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘গত জুলাইয়ের ১ তারিখ থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। এসব গণহত্যার বিচার আমরা চাই। এদেশে প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলি—অগ্রাধিকার-ভিত্তিতে গণহত্যার বিচার করুন, শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুঁজে পাবে, ১৮ কোটি মজলুম মানুষ খুশি হবে।
জামায়াম আমির আরও বলেন, ‘তারা এক মাসের ভেতরে দেড় থেকে দুই হাজার মানুষ খুন করল। যেনতেনভাবে আমাদের ক্ষমতায় বসানোর জন্য তারা জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। তারা একটা মানবিক বাংলাদেশ দেখতে চায়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন না যেন আসে—তা তারা দেখতে চায়। এ জন্য অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে।’
সেই নির্বাচন করতে হলে গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘সেজন্য জামায়াতে ইসলামী এই (অন্তর্বর্তী) সরকারকে ৫ তারিখেই বলে দিয়েছে—প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য আমরা যৌক্তিক সময় দিতে চাই, তাড়াহুড়ো করে আমরা ক্ষমতায় যেতে চাই না, আবার কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক তা-ও আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তা’আলা যাদের সুযোগ দেবেন, জনগণ যাদের ভালবাসবে ও সমর্থন দেবে, তারা যেন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পায়।’
জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামির আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সরকারি সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা মো. রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রকৌশলী আব্দুল বাতেনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।