চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/ctg.jpg)
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির সামনের সিটে বসা একজনসহ দুজন ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজনের নাম আনোয়ার হোসেন। নিহতদের মধ্যে একজন নারীও আছেন। তবে তার নাম জানা যায়নি।
মাকসুদ আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মাইক্রোবাস চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মাইক্রোবাস চালক পালিয়ে গেছেন। পাশের সিটে বসা যাত্রী আনোয়ার হোসেন ঘটনাস্থলে নিহত যান। আর পেছনে সিটে থাকা একজন নারীও মারা যান। রোববার রাত ১০ টায় ঢাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেন তারা।