মালয়েশিয়া পাঠানোর কথা বলে ঢাকায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে রাজধানীর কাজীপাড়ায় একটি আবাসিক হোটেলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ৮ থেকে ১০ জন এ সংঘবদ্ধ ধর্ষণে অংশ নেয় বলে কাফরুল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মালিক এ তথ্য নিশ্চিত করেন।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মালিক বলেন, ‘একটি মামলা হয়েছে। আমরা তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানো হয়েছে।’
ভুক্তভোগী ওই নারীর বাড়ি নারায়ণগঞ্জ। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগের বরাতে পুলিশ জানায়, কয়েক মাস আগে মালয়েশিয়ার ভিসা দেওয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে প্রায় এক লাখ টাকা নেন সাগর নামের এক ব্যক্তি। দীর্ঘদিনেও ভিসার ব্যবস্থা না করায় মনোমালিন্য হয় তাদের মধ্যে। এ অবস্থায় টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করেন সাগর। গত রোববার মিরপুরের কাজীপাড়ার একটি আবাসিক হোটেলে ডেকে আনা হয় ওই নারীকে। এরপর সেখানে আগে থেকে অবস্থানরত ৮ থেকে ১০ জন মিলে তাকে ধর্ষণ করেন।
কাফরুল থানার পুলিশ বলছে, অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ভবনটিতে বাইরে থেকে জিম ও শপিং সেন্টার দেখা গেলেও ভেতরে মেলে কয়েকটি কক্ষের সন্ধান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গ্রিল কেটে ও দরজা ভেঙে অভিযুক্ত একজনকে আটক করা হয়। একটি কক্ষে মদ ও ফেনসিডিলের বোতল পাওয়া যায়।
আটক ব্যক্তি ও ভবনের কেয়ারটেকার বলেন, স্থানীয় প্রভাবশালীদের মদদে ভবনটিতে দীর্ঘদিন ধরেই অনৈতিক কার্যকলাপ চলছে।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মালিক বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।