আ.লীগ লুটপাট-দুর্নীতির রাজত্ব করেছে বলেই পালাতে হয়েছে : অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আওয়ামী লীগ সারা দেশে লুটপাট, দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল বলেই জুলাই-আগষ্ট বিপ্লবে তাদের পালাতে হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের আবার রাজনীতিতে ফেরা কঠিন। তাদের অবস্থা মুসলিম লীগের মতোই হবে। এই অবস্থা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় দস্তিদারহাট মাঠে এলডিপির কেঁউচিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ এসব কথা বলেন।
কেওচিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি মুহাম্মদ নুরুন্নবী সভাপতিত্বে ও সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি এম এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা এলডিপির সাধারণ সম্পাদক হোসেন উদ্দিন আহমদ ভূট্টোসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।