ফজলুল হত্যায় সাবেক মেয়র আতিক কারাগারে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/aatikul_islaam_0.jpg)
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি
কোটাবিরোধী আন্দোলনের সময় মো. ফজলুল করিমকে হত্যার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে আতিকুল ইসলামকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে গত ২২ জানুয়ারি আতিকুল ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মো. ফজলুল করিম। সেদিন গুলিতে আহত হন তিনি। রাতে আইসিইউতে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন।