গোপালগঞ্জে দলীয় মনোনয়নপ্রাপ্তি জানান দিতে প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/gopalgan_jamat.jpg)
আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন প্রাপ্তির জানান দিতে গোপালগঞ্জ শহরে মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি : এনটিভি
আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন প্রাপ্তির জানান দিতে গোপালগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শাজামায়াতে ইসলামী এ শোভাযাত্রার আয়োজন করে।
জেলা শহরের মডেল মসজিদের সামনে (স্টেডিয়াম) থেকে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের অলিগলিসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় গোপালগঞ্জ-২ (সদর) আসন থেকে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট আজমল হোসেন সরদার হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।
শোভাযাত্রায় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম, সেক্রেটারি আল মাসুদ খান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা এনামুল হক খান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির তিতাস আহমেদ, সেক্রেটারি কাজী ইজাহারুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।