সংস্কার ও বিচারকে পুঁজি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : জুয়েল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/juyyel.jpg)
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন দিয়ে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। এখন আবার সংস্কারের কথা বলে কেউ কেউ নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। অবশ্যই গণহত্যার বিচার হতে হবে। আওয়ামী সরকারের প্রতিটি দুর্নীতির বিচার করা হবে। তাই বলে সংস্কার ও বিচারকে পুঁজি করে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরখান মাজার রোডে থানা যুবদলের ৪৫নং যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন।
জুয়েল বলেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এরসাথে কারা জড়িত তা সরকারকেই বের করতে হবে। জনগণ মনে করে রাষ্ট্রকে অস্থির করে দেশকে নৈরাজ্যকর পরিস্থিতিতে ফেলে তৃতীয় কোনো পক্ষকে সুযোগ তৈরী করে দেওয়ার নীলনকশা চলছে। হাজারও ছাত্রজনতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হতে দেওয়া হবে না। আর যারা ২৪-এর শহীদদের সাথে বেঈমানী করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না।
৪৫ নং যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন বাবর মহিনের সভাপতিত্বে সদস্য সচিব আমির হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, জাহিদ হোসেন মোড়ল, শামিম আহমেদ, জুলহাস আহমেদ, জসিম উদ্দিন, উত্তরখান থানা যুবদলের সাবেক সভাপতি রুস্তম আলী বেপারি, সাধারণ সম্পাদক আসিফ উদ্দিন এনামুল প্রমুখ।