হোটেলের চুলা থেকে আগুন, নেভাতে গিয়ে ফায়ার ফাইটার আহত
পটুয়াখালী শহরের চরপাড়ায় হোটেলের চুলা থেকে আগুন লেগে ১৫টি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চরপাড়া মাদ্রাসার পাশে ভাতের হোটে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কামরুজ্জামান নামে এক ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে চরপাড়া মাদ্রাসার পাশের হোটেলের আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে।
পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মহসীন বলেন, দুপুরে আগুনের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। কাজ করতে গিয়ে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হচ্ছে। প্রাথমিকভাবে ১২টি বসতঘর ও তিনটি দোকানঘর পুড়ে গেছে বলে জানা গেছে।