শেখ হাসিনার আমলের মতো সিন্ডিকেট এখনও সক্রিয় : জুয়েল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/yubdl_ddhaakaa_mhaangr_uttrer_aahbaayyk_shriiph_uddin_juyyel_gtkaal_mngglbaar_uttraa_phrendds_klaabe_1nn_oyyaardd_shaakhaa_yubdler_krmiisbhaayy_bktby_den.jpg)
যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকাএরর আমলে যেভাবে সিন্ডিকেট ব্যবসায়ীরা সক্রিয় ছিল, তারা এখনও সক্রিয় আছে। এই সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ক্রমশ বেড়েই চলছে। জনজীবনে অস্তিরতা দেখা যাচ্ছে।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার উত্তরা ফ্রেন্ডস ক্লাবে ১নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, যারা বিগত সতের বছর যেমন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তেমনি এখনও কবে পারবে সেই ব্যাপারেও কোনো প্রকার নিশ্চয়তা পাচ্ছে না। তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, এই সরকার এদিকে কোনো ভ্রুক্ষেপই করছে না।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে জুয়েল বলেন, আমরা আপনাদেরকে এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা মানুষের ভোটাধিকার নিশ্চিতের বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করছেন না। মানুষের নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দিচ্ছেন না। তিনি অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।
১নং ওয়ার্ড যুবদলে আহ্বায়ক শাকিল হুসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজীউর রহমান হৃদয়ের সঞ্চালনায় ওই সভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন যুগ্ম আহ্বয়ক তসলিম আহসান মাসুম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, জাহিদ হোসেন মোড়ল, ফেরদৌস মজুমদার মাসুম, শামীম আহমেদ ও জুলহাস আহমেদ।