পুলিশ পেটানোয় স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/nrsindii.jpg)
নরসিংদীর শিবপুরে থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে পেটানোর অভিযোগে আটক হওয়া শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের এই সিদ্ধান্ত যৌথভাবে অনুমোদন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এবং একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিতে দলবল নিয়ে থানায় যান জজ মিয়া। ওই হাজত খানায় বিধিবহির্ভূত ভাবে নাদিম সরকারের সঙ্গে দেখা করতে চায়৷ এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য সবুজ মিয়াকে মারধর করেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা সবুজ মিয়াকে উদ্ধার করেন। এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া উত্তেজিত হয়ে পড়েন এবং গ্রেপ্তারকৃত নাদিম সরকারকে ছেড়ে দিতে হুমকি দেন। পরে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আহত পুলিশ সদস্য সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত এই নেতা বিরুদ্ধে। এর আগে নরসিংদী ও ভৈরবে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।