সিরাজদীখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা-ভাঙচুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/munsiignyj_thaamb.jpg)
স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে মুন্সীগঞ্জের সিরাজদীখান থানা এবং থানা সংলগ্ন সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় থানার দরজা-জানালা, আসবাবপত্র ও পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/12/munsiignyj_1.jpg)
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সিরাজদীখান উপজেলা মোড়ে উপজেলার কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রাও এতে অংশ নেন। মানববন্ধন শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদীখান থানা এবং থানা সংলগ্ন সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অতর্কিতে হামলা চালান। এ সময় পাঁচটি গাড়ি, থানা ভবনের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন তারা।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/12/munsiignyj_2.jpg)
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, ‘মানববন্ধন শেষে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বেশ কিছু গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। মানববন্ধনকারীরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছে।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/12/munsiignj_3.jpg)
সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। তার সন্ধানের দাবিতেই আজ মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।