সেন্টমার্টিন পরিচ্ছন্ন অভিযানে ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/cox_news_pic.jpg)
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে নয় মাসের জন্য পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা চলছে। দ্বীপটিতে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। সেন্টমার্টিন দ্বীপ ক্লিন-আপ প্রোগ্রামে প্রথম পর্বে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সাসটেইনেবল এলায়েন্সের (বিএসএ) যৌথ উদ্যোগে দ্বীপ থেকে ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) পরিছন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক জমির উদ্দিন।
প্লাস্টিক বর্জ্যগুলো মধ্যে একবার ব্যবহারযোগ্য পলিথিন, প্লাস্টিক কাপ, পানির বোতল, প্লাস্টিক স্ট্র, টুথপেস্টের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট, চকলেটের মোড়ক রয়েছে।
দুই দিনব্যাপী কার্যক্রমের প্রথম দিন সকাল সাড়ে ৮টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্র-শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং পরিবেশবিষয়ক বিভিন্ন সংগঠনের ২৬৬ স্বেচ্ছাসেবক সেন্টমার্টিন ইউনিয়নের আংশিক এলাকায় পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শপথবাক্য পাঠ করানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
গত বছর পহেলা ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ শুরু হয়। পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মৌসুমের সেন্টমার্টিন যাত্রার সময়সীমা শেষ হয় ৩১ জানুয়ারি।