সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী কারাগারে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/saabek_snsd_sdsy_iyyaahiyyaa_caudhurii.jpg)
সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী। ফাইল ছবি
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন।
শুক্রবার রাজধানীর উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাতুল ইসলাম তালুকদার সাবেক সংসদ সদস্য ইয়াহইয়াকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে ইয়াহইয়া চৌধুরীকে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা।
ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।