আইসিটি রিফর্ম রোডম্যাপের খসড়া প্রকাশ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের লোগো
‘ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফর্মেশন স্ট্রাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপ’ এর খসড়া প্রকাশ করেছে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং থেকে জানানো হয়, আইসিটি রোডম্যাপের খসড়াটিতে জাইকা প্রদত্ত বাস্তবায়ন কৌশল ও ইউনেস্কোর কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিনেস অ্যাসেসমেন্ট মেথডোলজি (এআই আরএএম) সামারিকে আমলে নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল ইকোনমির জন্য গঠিত টাস্কফোর্স প্রদত্ত দশটি প্রস্তাবনাও এখানে গৃহীত হবে।
প্রেস উইং থেকে আরও জানানো হয়, উপদেষ্টা নাহিদ ইসলাম দেশ ও বিদেশে বসবাসরত বাংলাদেশি বিশেষজ্ঞদের কাছে এই খসড়ার ওপর মতামত আহ্বান করেছেন। খসড়াটির ওপর বিশেষজ্ঞ নিয়ে এটিকে আরও সমৃদ্ধ করা হবে।