কারওয়ানবাজারের জাহাঙ্গীর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/15/fire_ntv.jpg)
ফায়ার সার্ভিসের গাড়ির ফাইল ছবি
রাজধানীর কারওয়ানবাজারে জাহাঙ্গীর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান সিরাজ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর টাওয়ারের নিচে পেয়ালা রেস্ট্রুরেন্টে আগুন লাগে। ধোঁয়া ভবনের ভেতরে প্রবেশ করে ওপর পর্যন্ত উঠে গেছে।