সাবেক আইজিপি শহীদুল বললেন, ‘কী না করেছি পুলিশের জন্য’

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে প্রিজন ভ্যানে করে সাবেক আইজিপি শহীদুল হককে হাজির করা হয়। এরপর সকাল ১০টায় তাকে সিএমএম আদালতের কাঠগড়ায় হাজির করে পুলিশ। কাঠগড়ায় তোলার পর তাকে এক পাশে দাঁড় করিয়ে রাখা হয়। সে সময় তাকে অস্থির দেখা গেছে। বারবার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। এ সময় পুলিশ সদস্যরা আদালতের অনুমতি নিয়ে সাবেক আইজিপিকে কথা বলতে বলেন। এরপরও আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে কথা বলতে বাধা দেন। তারা বলেন, যার সঙ্গেই কথা বলেন না কেন আদালতের অনুমতি নিতে হবে। পরে শহীদুল হক আক্ষেপের সুরে বলেন, ‘কী না করেছি পুলিশের জন্য’।
মামলার নথি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানা এলাকার বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় শহীদুল হক ২৭ নম্বর এজাহারনামীয় আসামি।