স্বাধীনতা পদকে আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত ‘মুক্তিযুদ্ধ’ : ফারুকী

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। তাঁকে নিয়ে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন লোকজন। এবার আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া নিয়ে মুখ খুলেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ নিয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বলেন, স্বাধীনতা পদকে আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ।
ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা লিখেছেন, এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটা যেকোনোভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই-বোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাঁদের সবার জন্য উত্তর- একটু অপেক্ষা করেন, পুরো তালিকাই জানতে পারবেন। অসাধারণ সব নাম দেখতে পাবেন।
ফারুকী লিখেছেন, এবার আসি এই পোস্ট লেখার আসল কারণে। আবরার ফাহাদের নাম সামনে আসায় সব স্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি একটা নির্দিষ্ট দলের লোকদের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি, ‘আবরার ফাহাদকে স্বাধীনতা পদক’ কী বিবেচনায় দেওয়া হবে?’
ফারুকী আরও লিখেছেন, কী বিবেচনায় দেওয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত। তাহলেই কেন দেওয়া উচিতের উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা—আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত ‘মুক্তিযুদ্ধ’! মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা। স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ। আবরার ফাহাদ একটা সিম্বল, যার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন, তাহলে বলব জুলাইতে ফিরে যান। গিয়ে তরুণবক্ষে কান পাতেন। যার নিঃশ্বাস শুনবেন তার নামই আবরার ফাহাদ।
এর আগে আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে আবরার ফাহাদকে নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। স্ট্যাটাসে বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তাঁর আত্মত্যাগের স্বীকৃতি। তাঁর আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার।
তবে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড আইডিতে জানানো হলেও এ বিষয়ে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা আসেনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় আজ রাতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাও আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দেওয়া নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত।