সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এবং তার স্ত্রী ঊষা রাণী চন্দের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে বিষয়টি জানান দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
এর আগে গতকাল সোমবার (৩ মার্চ) দুপুরে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়েছে। নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলা করেছেন দুদক খুলনার সহকারী পরিচালক রকিবুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়েছে, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালীন দুর্নীতির মাধ্যমে এক কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।
এ ছাড়া নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী ঊষা রাণী চন্দকে প্রধান আসামি করে আরেকটি মামলা করেছেন দুদকের একই কার্যালয়ের আরেক সহকারী পরিচালক মাহমুদুল হাসান। ওই মামলার দুই নম্বর আসামি সাবেক এই মন্ত্রী।
মামলাটির এজাহারে বলা হয়েছে, ঊষা রাণী চন্দের নামে এক লাখ টাকার স্থাবর ও এক কোটি ১৩ লাখ ১০ হাজার ২৩৮ টাকার অস্থাবরসহ মোট এক কোটি ১৪ লাখ ১০ হাজার ২৩৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। একই সময়ে তার দায়-দেনার পরিমাণ তিন লাখ ৬০ হাজার টাকা। দায়-দেনা বাদ দিয়ে ঊষা রাণী চন্দের নিট সম্পদের পরিমাণ এক কোটি ১০ লাখ ৫০ হাজার ২৩৮ টাকা। একই সময়ে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৬০ লাখ ৩৯ হাজার ২৪৯ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ ১২ লাখ ৩২ হাজার ২২২ টাকা। ব্যয় বাদে তার নিট আয়ের পরিমাণ ৪৮ লাখ ৭ হাজার ২৭ টাকা।
সেই মোতাবেক উষা রাণী চন্দের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকা। এ কারণে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঊষা রাণী চন্দ্র ও তার স্বামী নারায়ণ চন্দ্র চন্দ্রের বিরুদ্ধে মামলা করেছে দুদক।