ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-শ্যালিকাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-শ্যালিকাকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক মো. সামিউল ইসলাম। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-শ্যালিকাকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক মো. সামিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানার হোটেল সুগন্ধা নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধজনগর গ্রামে গত ২ মার্চ রাতে দুই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়। অভিযোগ উঠেছিল স্ত্রী-শ্যালিকাকে হত্যার পর মো. সামিউল ইসলাম আত্মগোপনে চলে গেছেন। পরে আজ তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন। তিনি জানান, হত্যার বিষয়টি স্বীকার করেছে সামিউল। হত্যার পর লুটে নেওয়া স্বর্ণালংকারও উদ্ধার করেছে পুলিশ।