সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

আশুলিয়া থানার রিয়াজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা- ২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) ওমর ফারুক সাবেক এই এমপির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে এম এ মালেককে গ্রেপ্তার করা হয়।
নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে রিয়াজুল ইসলাম আশুলিয়া থানাধীন আশুলিয়া-চন্দ্র মহাসড়কের পাশে গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় রিয়াজুলের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।