রাজধানীর মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ আনোয়ারের দুই সহযোগী আটক

রাজধানীর মোহাম্মদপুরে শুক্রবার (৭ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। তারা কুখ্যাত সন্ত্রাসী ‘কবজি কাটা’ আনোয়ারের সহযোগী বলে দাবি করেছে বাহিনীটি। আনোয়ার বর্তমানে কারাগারে রয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, আনোয়ারের সহযোগীরা আদাবরের শেখেরটেক এলাকায় চাঁদাবাজি ও হয়রানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। গতকাল শুক্রবার মধ্যরাতে বসিলা সেনা ক্যাম্পের একটি টিম শেখেরটেকের একটি ভবন ঘেরাও করে দ্রুত অভিযান শুরু করে। অভিযানে সেনাবাহিনী আনোয়ারের দুই সহযোগী শরীফ (৩৫) ও রবিনকে (২৩) আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন। আটককালে শরীফ ও রবিনের কাছ থেকে দুটি সামুরাই তরবারি, দুটি দেশি ছুরি, একটি হকি স্টিক, লাঠি ও ছিনতাই করা চারটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সেনাবাহিনী সমাজে সন্ত্রাসী কার্যক্রম দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত রাখবে।
স্থানীয় জনগণ এ ধরনের অভিযানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এরূপ অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।