মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারিতে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত সাত মাসে দেশে মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারির মধ্যে রয়েছে। এখন থেকে যেখানে মব জাস্টিস করা হবে সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে।
আজ রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহফুজ আলম এ তথ্য জানান। এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত সাত মাসের সব ঘটনাই নজরদারিতে আছে। যখন যার বিরুদ্ধে তথ্য-প্রমাণ মিলবে তখনই তাকে গ্রেপ্তার করা হবে। মব জাস্টিসসহ বিভিন্ন অস্থিতিশীল ঘটনায় জড়িতরা নজরদারির মধ্যে রয়েছে।
মিথ্যা সংবাদ প্রচারে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, মিথ্যা সংবাদ প্রচার প্রতিরোধে শিগগিরই অংশীজনদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে, থানা ঘেরাও কর্মসূচি হলে, ডাকাতি হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতরা যে দল-মত ও ধর্মেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।