ঈদ ঘিরে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ : সিএমপি কমিশনার

চট্টগ্রামে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। আজ রোববার (৯ মার্চ) মহানগরের টেরিবাজার এলাকা পরিদর্শন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
এ সময় সিএমপি কমিশনার নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপপুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা, মোহাম্মদ লিয়াকত আলী খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা সিএমপি কমিশনারের কাছে বাজারের সার্বিক অবস্থা তুলে ধরে তাদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সুপারিশ উপস্থাপন করেন।

সিএমপি কমিশনার ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, ঈদ উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যানজট ও আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।