সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের আয়কর নথি (ট্যাক্স রিটার্ন) জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়েছে, তাজুল ইসলামের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ সাত কোটি ৮০ লাখ ২০ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন ও ৩৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনক হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করার অভিযোগ রয়েছে। এ ছাড়া অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে এ অপরাধে দুদক তার বিরুদ্ধে মামলা করেছে। মামলার তদন্তের স্বার্থে তাজুল ইসলামের আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন।
এ ছাড়া ফৌজিয়া ইসলামের আবেদন বলা হয়, তাজুল ইসলামের স্ত্রী অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি ৯০ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এ অপরাধে দুদক একটি মামলা করেছে। তারও ট্যাক্স রিটার্ন ফাইল পর্যালোচনা করা আবশ্যক।
এই আবেদনগুলোর ভিত্তিতে বিচারক আয়কর নথির জব্দের নির্দেশ দিয়েছেন। নির্দেশের ফলে দুদক সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও স্ত্রীর কর অঞ্চল থেকে আয়কর রিটার্নের নথি জব্দ করতে পারবে।