সাভারে পাগল সেজে নারীদের হেনস্তাকারী সেই যুবক গ্রেপ্তার

সাভারে পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরে নারীদের হিজাব পরতে হুমকিসহ হেনস্তাকারী সেই যুবককে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান। সোমবার (১০ মার্চ) বিকেলে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এনটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।
অভিযোগ রয়েছে, পাগলের বেশ ধরে ওই যুবক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন এবং হিজাব না পরা নারীদের নানাভাবে হেনস্তা করতেন। সেগুলোর ভিডিও ধারণ করে তা আবার টিকটকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিতেন।
পুলিশ বলছে, বেশ কয়েকটি ভিডিও তাদের সংগ্রহে রয়েছে। সেখানে পথচারী নারীদের উদ্দেশ্য করে ওই যুবককে বলতে শোনা গেছে, হিজাব না পড়লে ধর্ষিত হবেন। এছাড়া নারীদের প্রতি তার মন্তব্যগুলো ছিল আপত্তিকর। কম বয়সী মেয়েদেরও অশালীন মন্তব্য করতেন।

ওই যুবকের প্রকাশ করা কিছু আপত্তিকর ভিডিও জনমনে তীব্র অস্বস্তি ও অসন্তোষ তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বিষয়টি তুলে ধরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। অবশেষে উচ্চপর্যায়ের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই যুবকের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।
রাতে সাভার মডেল থানায় এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে আটক যুবকের অপরাধের মাত্রা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা। তারা জানান, ওই যুবকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।