বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন : রাষ্ট্রদূত

চীন বাংলাদেশের টেক্সটাইল, ক্লিন এনার্জি, ইলেকট্রিক যানবাহন ও ডিজিটাল প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১১ মার্চ) ঢাকায় এক সেমিনারে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণ ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করার জন্য বেইজিংয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত স্বল্পোন্নত দেশ (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের আগে বাংলাদেশকে সব করযোগ্য পণ্যের ওপর শূন্য-শুল্ক সুবিধা দেওয়ার চীনের পরিকল্পনা তুলে ধরেন।
রাষ্ট্রদূত বলেন, আরও চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে, ১৪টি চীনা সংস্থা ইতোমধ্যে দেশে মোট ২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
আরও পড়ুন : চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার : পররাষ্ট্র উপদেষ্টা
সেন্টার ফর অল্টারনেটিভসের আয়োজিত এই সেমিনারে দ্বিপক্ষীয় বাণিজ্য গতিশীলতা নিয়ে আলোচনায় বিশেষজ্ঞরা ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সাবেক রেক্টর মাশফি বিনতে শামস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমেনা মহসিন এবং স্বাধীন গবেষক সৈয়দ শাহনাওয়াজ মহসিন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ইয়াও উভয় দেশকে চীন-বাংলাদেশ অংশীদারিত্বের ক্রমবর্ধমান রূপ তুলে ধরার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।