আন্দোলনের চেতনা থেকে সরে গেলে মেয়াদকাল শেষ করতে হবে : আলাল

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মূল চেতনা থেকে সরে গেলে আপনাদের মেয়াদকাল শেষ করতে হবে।
সোমবার (১৭ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ড্যাবের চিকিৎসক, বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতা, পেশাজীবী সংগঠনের নেতা ও গতবছর বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের অনেকে অংশ নেন।
আলাল বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি যেটা প্রায় ১৫০ বছরের ঐতিহ্য। যেটা তাদের উপহার দিয়েছিল ফ্রান্স ১৮৮৬ সালে। এখন ফ্রান্স সেটা ফেরত চেয়েছে। বলেছে আমেরিকায় যে সরকার হয়েছে তারা গণতন্ত্র রক্ষা করতে জানে না। সুতরাং আমাদের স্ট্যাচু অব লিবার্টি আমাদের ফেরত দাও।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, গণতান্ত্রিক আপসহীন লড়াই বিএনপির নেতৃত্বে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে তার মূল চেতনা থেকে সরে গেলে আমাদের উপহার আমাদের ফেরত দিতে হবে। আপনাদের মেয়াদকাল শেষ করতে হবে।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল কবির লাবু, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সাবেক সভাপতি ডা. এ কে এম আজিজুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, জ্যেষ্ঠ সহসভাপতি ডা. এম এ সেলিম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডা. সিরাজুল ইসলাম, ডা. আবুল কেনান, ডা. মো. ফখরুজ্জামান ফখরুলসহ সারাদেশের জেলা পর্যায়ের ড্যাবের নেতারা।