খুলনার পিকচার প্যালেস সুপার মার্কেটে অগ্নিকাণ্ড

খুলনা নগরীর পিকচার প্যালেস সুপার মার্কেটে আগুন লেগে প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে। আজ বুধবার (১৯ মার্চ) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা জানান, খুলনা নগরীতে ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে এক বছর ধরে অস্থায়ীভাবে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। অপরিকল্পিতভাবে স্থাপিত মার্কেটে সব ধরনের ঝুঁকি ছিল। ভোরে আগুনের সূত্রপাত ঘটলে ব্যবসায়ীরা দ্রুত বের হয়ে আসেন। দেখতে দেখতে আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ীরা আরও জানান, এই পিকচার প্যালেস ভবন ভেঙে নতুন কমপ্লেক্স তৈরি পরিকল্পনা ছিল। কিন্তু জমি নিয়ে বিরোধ থাকায় ভবন ভাঙার কাজ গত চার বছরেও শেষ হয়নি।
বিষয়টি নিশ্চিত করে খুলনা দমকল বিভাগের উপপরিচালক মতিউর রহমান জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।