বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করবে চীন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামি ২৮ মার্চ সংক্ষিপ্ত সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে কয়েকটি চুক্তি সাক্ষরিত হবে। এ ছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করবে চীন। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন একাডেমি সার্ভিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের মানুষ এখন চিকিৎসার জন্য চীনে যাচ্ছে। ওদের হাসপাতাল আন্তর্জাতিক মানসম্মত। বাংলাদেশের মানুষের চিকিৎসা ব্যয় কমাতে তারা যাতায়াত খরচ কমিয়ে আনার চিন্তা করছে। এ ছাড়া আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল বাংলাদেশে করার চিন্তা করছে চীন।
শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করবে চীন। এ আম মেডিসিন মুক্ত রাখতে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ওরগাইনেজশন (ফাও) অর্থায়ন করবে। তিনি বলেন, চীনের রাষ্ট্রদূত জোক (মজা) করে বলেছেনে বাংলাদেশ থেকে এত বেশি আম আমদানি করবেন, যে বাংলাদেশে কম পড়ে যাবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজকে কেবিনেট মিটিংয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধন করে প্রস্তাব পাস হয়েছে, প্রস্তাবিত সংশোধনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনার আইন সংশোধন করা হয়েছে। গেজেটে বিস্তারিত জানতে পারবেন।
ঈদের ছুটির বিষয়ে প্রেস সচিব বলেন, ছুটির ৯ দিন ছাড়াও পার্বত্য চট্টগ্রামে চৈত্র সংক্রান্তির ছুটিও থাকবে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের এ মুহূর্তে খুবই ভালো সম্পর্ক রয়েছে। তবে, আমাদের এ সম্পর্ক সম্পূর্ণ পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। ভিসা নিয়ে কিছু জটিলতা রয়েছে। হয়ত শিগগিরই সমাধান হয়ে যাবে। এ ছাড়া আজকে কেবিনেট মিটিংয়ে ই-টেন্ডার চালু হচ্ছে। এতে টেন্ডার বাণিজ্য দুর্নীতি অনিয়ম কমে আসবে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে ও সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে। প্রাক্কলিত মূল্যের ১০ পার্সেন্টের কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার কারণে একই প্রতিষ্ঠান বারবার কাজ পেতো, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। বর্তমানে ৬৫ শতাংশ কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হচ্ছে। এটিতে শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তরা পূর্বে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।