চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ছুটি থাকবে

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ছুটি থাকবে। এ ছুটি সাঁওতাল, গারো, খাসিয়াসহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও প্রযোজ্য হবে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
এই চৈত্র সংক্রান্তিতে দেশের তিন পার্বত্য জেলায় ছুটি থাকবে। এটাকে ঐতিহাসিক বিষয় উল্লেখ করে প্রেস সচিব বলেন, এমনিতে তো পয়লা বৈশাখে ছুটি থাকে। কিন্তু এবার তিন পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতে ছুটি থাকবে। কারণ পার্বত্য চট্টগ্রামে বিজু-বৈসাবি-সাংগ্রাইয়ে তারা ফেস্টিভালের আয়োজন করেন এবং তাদের জন্য নির্বাহী আদেশে ছুটির বন্দোবস্ত করা হচ্ছে।
প্রেস সচিব আরও বলেন, এই ছুটিটা সমতলের বাঙালি ছাড়া জাতিগোষ্ঠীগুলো যেমন, সাঁওতাল, খাসিয়া বা গারো তাদের জন্যও প্রযোজ্য হবে।
অন্য এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার এ প্রেস সচিব বলেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগের আইন থেকে একটু নতুন সেকশন নিয়ে এসে আইনে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে।
প্রেস সচিব আরও বলেন, আজকে কেবিনেট মিটিংয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধন করে প্রস্তাব পাস হয়েছে, প্রস্তাবিত সংশোধনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনার আইন সংশোধন করা হয়েছে। গেজেটে বিস্তারিত জানতে পারবেন। এ ক্ষেত্রে আরও যা যা পদক্ষেপ নেওয়া যায়, সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে।
শফিকুল আলম বলেন, আইনে বলাৎকারের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটি বড় বিলম্বের কারণ ছিল। সেই জায়গাগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
শফিকুল আলম আরও বলেন, উপদেষ্টা পরিষদ নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাস হয়েছে। এটা নিয়ে আইন উপদেষ্টা গত কয়েকদিন আগে বিস্তারিত বলেছেন। এরপর আমরা নারী সংগঠনের সঙ্গে আলাপ করেছি। আইনে মতামতগুলো অন্তর্ভুক্ত করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। তার আলোকে আজকে আইন নিয়ে ঘণ্টাখানেক আলোচনা হয়েছিল। হওয়ার পর এই সংশোধনী পাস হয়েছে।