বান্দরবানে গৃহবধূকে জবাই করে হত্যা

নাইক্ষ্যংছড়ি থানা। ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তৈয়বা বেগম (৫০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাঙ্গাঝিরি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গৃহবধূ তৈয়বা বেগম বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মগের ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
ওসি মো. মাশরুরুল হক বলেন, ‘রাঙ্গাঝিরি নামক এলাকায় এক গৃহবধূকে দুর্বৃত্তরা জবাই করে হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।’