ঈদ কার্ড বানানোর ব্যতিক্রমী উৎসব, শিশুসহ অংশ নিলেন বৃদ্ধরাও

ঈদ মানেই খুশি, আনন্দ আর ভালোবাসা ভাগ করে নেওয়ার সময়। এই আনন্দকে আরও রঙিন করে তুলতে নিজ হাতে ঈদ কার্ড বানিয়ে প্রিয়জনদের শুভেচ্ছা জানান অনেকেই। কাগজ, রঙ, গ্লিটার, স্টিকারসহ নানা উপকরণ দিয়ে তৈরি এসব কার্ডে থাকে নিখুঁত ভালোবাসার ছোঁয়া। যদিও ডিজিটাল যুগে মোবাইলফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের ফলে এই রীতি এখন বিলুপ্তির পথে। তাই এবারের ঈদকে সামনে রেখে ঈদ কার্ড বানানোর এক ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেছে মাগুরা জেলা প্রশাসন ও পরিবর্তনে আমরাই সংগঠন।
শনিবার (২২ মার্চ) দুপুরে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চার বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছর বয়সের বৃদ্ধরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতায় ২৪০ জন রেজিস্ট্রেশন করেছে এবং ১৭০ জন প্রতিযোগিতায় সরাসরি অংশ নিয়েছেন। প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপে ৯ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। পরিবর্তনে আমরাই’র সভাপতি নাহিদুর রহমান দুর্জয়ের সঞ্চালনায় বিচারক এবং বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনজুর হোসেন।
‘ঈদ কাটুক ঈদ কার্ডে, ঈদ কার্ড হাতে বানিয়ে খোলা উদ্যানে, শৈশবে ফিরে যাই নব উদ্যমে’ স্লোগানে আয়োজিত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।