মিথ্যা মামলায় হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্টেশন এলাকায় মিথ্যা মামলায় হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট পালন করছেন পরিবহণ শ্রমিক ও মালিকরা। আজ বুধবার (২৬ মার্চ) সকাল থেকে কোম্পানীগঞ্জ বাস স্টেশন থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়ে তারা ধর্মঘট পালন করছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা ও গোমতী, চট্টগ্রামগামী প্রান্তিক, হানিফ, বিআরটিসি, কুমিল্লাগামী বাস রয়েল সুপার, ফারজানা, সুগন্ধা, ফারহানা ট্রান্সপোর্টের সব বাসের কাউন্টারগুলো বন্ধ রয়েছে।
পরিবহণ শ্রমিক আল-আমিন বলেন, ‘আমরা শ্রমিক মানুষ, আমরা পরিশ্রম করে সংসার চালাই। আমাদের গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে শ্রমিকদের কাজে ফেরার ব্যবস্থা করতে হবে। অন্যথায়, আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’
বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রয়েল সুপারের মালিক জহির খান বলেন, ‘গত সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ সিএনজি স্টেশনে গাড়ির সিরিয়াল নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জেরে মুরাদনগর থানা পুলিশ বেশ কয়েকজন শ্রমিককে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।’

কোম্পানীগঞ্জ পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ইদ্রিস বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবহণ মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে বুধবার সকাল থেকে ধর্মঘট পালন করে। কোম্পানীগঞ্জ বাস স্টেশন থেকে সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।’
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিক ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধের খবর পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’