এনটিভি অনলাইনে গাছ চুরির সংবাদ প্রকাশের পর বন প্রহরী সাসপেন্ড

সাসপেন্ড হওয়া বন প্রহরী মো. শফিকুর রহমান। ফাইল ছবি
সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগর গাছ চুরির একটি সংবাদ এনটিভি অনলাইনে প্রকাশ করা হলে বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মো. শফিকুর রহমান নামের এক বন প্রহরীকে সাসপেন্ড করে বন বিভাগ।
আজ শনিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম।

মো. জাহাঙ্গীর আলম জানান, বিশালাকৃতির আগর গাছের ওপরে উঠে হাত করাত দিয়ে গাছের মাথা কেটে নিয়ে যাওয়া ও ডরমিটরি এলাকা থেকে আরেকটি আগর চুরির ঘটনা এনটিভি অনলাইনে প্রকাশ করা হলে আমাদের নজরে আসে। তদন্ত শেষে আজ শনিবার মো. শফিকুর রহমান নামের এক বন প্রহরীকে সাসপেন্ড করা হয়েছে।