চর রাজিবপুরে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের চর রাজিবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাইরে এসে দেখি শিবেরডাঙ্গী বাজারে আগুন জ্বলছে। চারদিকে আগুন ছড়াতে থাকলে আশেপাশে লোকজন চিৎকার শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ বলেন, রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মুদি দোকান, জুতার দোকা, ভুষির গোডাউনসহ ১১টি দোকান পুড়ে গেছে। আগুনে আনুমানিক প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছি। ব্যবসায়ীদের পাশে থাকবে উপজেলা প্রশাসন। তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা করা হবে।