শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বহু হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার আঘাতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে।
আজ শনিবার (৫ এপ্রিল) সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিলাশপু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও একই এলাকার জলিল মাদবরের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আজ শনিবার সকালে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ান। এ সময় দুপক্ষের লোকেরা বহু ককটেল বোমার বিস্ফোরণ ঘটান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, আহত হয়ে ৯ জন হাসপাতালে গেলে চারজনকে ঢাকায় পাঠানো হয়। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।